Saturday, July 13, 2013

আল্লাহ আলেক: সবার 'ধর্মীয় অনুভূতির' প্রতি শ্রদ্ধা রেখেই বলছি........

১. 'সিয়াম সাধনার মাস ' - তবে সবার ভেতরে 'খাই খাই' রব দেখে, দোকানের ভেজাল খাদ্যর গন্ধ সুঙ্গে, মানুষের সেই দোকান গুলোতে উপচেপড়া ভিড়, পয়সা খরচের হিরিক, 'ইফতার পার্টি' দাওয়াট, 'আপনি রোজা করছেন তো?' প্রশ্নবানে জর্জরিত হয়ে ভাবছি :  'রোজা রাখা' কি কেবলি সৃষ্টিকর্তাকে 'সন্তুষ্ট' করার উদ্দেশে ? 

২. না ! সিয়াম/রোজার সাথে সৃষ্টিকর্তার আদৌ কোনো সম্পর্ক আছে কি না, বা থাকতে পারে কি না, তা আমার গভীর সন্দেহ | সকল ধর্মেই কম বেশি সিয়াম/উপসনার চর্চা আছে এবং এর মূল কারণ: 'মানুষ' সহ সৃষ্টিকর্তা সকল প্রাণীর জন্য যথেষ্ট ভাবে খাদ্য ও পানীয় সদা প্রস্তুত রেখেছেন ও রাখবেন | তবে এক মানুষ জাতি ছাড়া, অন্য কোনো প্রানীকে 'পয়শা খরচ' করে খাদ্য/পানীয়ে ক্রয় করতে হয়না | তবে এটাও হবার কথা ছিলনা | প্রকৃতির খাদ্য ভান্ডারে (natural food chain) মানুষের কোনো কমতি ছিল না - আগামীতেও তার কমতি হবেনা | আমাদের সৃষ্টিকর্তা নির্দয় নন |

৩. তবে যেদিন মানুষ লোভে পড়ে খাদ্যকে 'পণ্য' বানালো, সেদিন থেকেই খাদ্য অভাব, দারিদ্রতা আমাদের উপর ছেয়ে বসলো | সৃষ্টি হলো মানুষের স্তর বিভেদ - ধনী, দরিদ্র, হতদরিদ্র ইত্যাদি | সিয়াম/উপাসনার মূল লক্ষ্য ও উদ্দেশ্য এক বেলা আমরা যদি না খেয়ে থাকি তা কেবলি 'সঞ্চয়' - নিজের জন্য না - মানুষ জাতির জন্য | অর্থাৎ প্রকৃতির খাদ্য ভান্ডারে ধারাবাহিকতার (continuation) সাথে নিজেদের একত্র করারমূল লক্ষ্য ও এক ক্ষুদ্র প্রয়াস | সেই প্রয়াসে মানুষ জাতি ছাড়া অন্য কেউ ভাগীদার না, হতেও পারেনা |

৪. রমজান মাসে কোটি কোটি মুসলমানগণ সিয়ান সাধনার থাকার মর্মঅর্থ হলো - পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোটি কোটি মানুষ সেই সঞ্চয় দ্বারা উপকৃত হবে, ও খেয়ে বেছে থাকবে | তারা মুসলিম, কি হিন্দু, কি বৌধ্য, কি ইহুদি, কি খ্রিস্থান কি আস্তিক বা 'নাস্তিক', তা মানুষের বিবেচ্য নয় | আমাদের কর্তব্য মানুষজাতি কে বাঁচিয়ে রাখা, এবং যদিও সৃষ্টিকর্তা সব কিছুই ভালো জানেন, ও বোঝেন - উনি কোনভাবেই মানুষ জাতির 'দুশমন' না | মানুষ জাতির বড় দুশমন - মানুষ নিজেই | 

৫. তাই যারা সিয়াম/রোজা করছেন তাদের কাছে একটা অনুরোধ, সিয়াম/উপাসনা সম্পর্কে ভালো করে জানুন | যদি অন্যদিনের তুলনায় আপনারা ইফতারে বেশি খাচ্ছেন, অতিরিক্ত খরচ করছেন, মানুষ দেখানোর জৌলুসে, 'সাচ্চা মুসলিম' সাজার ব্যর্থ চেষ্টাই লিপ্ত হচ্ছেন, মনে রাখবেন, ভোগবিলাস/ভুরি ভোজন কেবলি পাপ/গুনাহ নয় - এসকল কুকর্ম মানবতা বিরোধী অপরাধ | প্রকৃতির নিয়ম কঠিন | প্রকৃতি আমাদের এই মানব সহনভুতি বিবর্জিত 'ধর্ম চর্চা' কোনো ভাবেই ক্ষমা করবে না | প্রকৃতি প্রকৃতির নিয়মেই নিষ্টুর প্রতিশোধ নেবে |

সকলের সিয়াম সাধনা সার্থক হোক - পৃথিবীর সকল প্রাণী সুখে থাকুক | 

0 Comments:

Post a Comment

<< Home