"আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে" : ২০১৩ মুক্তি যুদ্ধের ৪টি বিশেষ অর্জন
১. জয় বাংলা স্লোগানটি অওয়ামী লীগের কাছ থেকে জনগণ ছিনিয়ে নিয়েছে |
২. মুক্তিযুদ্ধের চেতনা কেবলি অওয়ামী লিগ বা তাদের ঘরানার তথাকথিত কিছু মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের একতিয়ার থেকে, আজ জনগনের হাতে ফেরত এসেছে |
৩. ৪২ বছরের বদমাইশ গুলোর মুখোশ টেনে খোলা হয়েছে | জনগণ আজ সবকটাকে ভালো দেখতে ও চিনতে পারছে | রাজাকারের জুজু যে অওয়ামী লিগ এতগুলো বছর দিয়ে এসেছে, তা যে কেবলি ভন্ডামি ও টাকা বানানোর কৌশিশ ছিল - আজ তাদের 'রুহানি সুরত' গুলোতে পরিষ্কার - মাশাল্লাহ!
৪. জামাত এ ইসলাম ও হেফাজোতুল ইসলাম - তাদের "ঈমানের চিরাচরিত শত্রু" মার্কিনি/ইহুদি/নাসারাদের খারিজ করে, আজ কাল্পনিক্ল 'নাস্তিকতার' বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অর্থ হলো - তারা মার্কিনি/ইহুদি/নাসারাদের টাকায় ও ইন্ধনে বাংলাদেশে "ইসলাম হেফাজতের" আন্দোলনে নেমেছে - সবাই বলেন সুম্মা আমীন !
0 Comments:
Post a Comment
<< Home