Saturday, August 03, 2013

জামাতের নিবন্ধন বাতিল, আল্লাহ নিবন্ধন প্রসঙ্গে এবং 'এসলাম'


মাকসুদুল হক 

১. আল্লাহ 'সাত আসমান' থেকে উড়াল দিয়ে এসে পৃথিবীতে অবতরণ করে নিজের পরিচয় মানুষের কাছে দেননি - দেবেনো না | মানুষ এই শব্দ আবিষ্কার করেছে - মানুষের কল্যানে তা ব্যবহার হচ্ছে এবং হবে | যারা মানুষের ভেতরে আল্লাহর রূপ দেখেনা, যারা আশরাফুল মাকলুকাত কে, তাকে চেনেন না বা চেনার কোনো ইচ্ছা রাখেনা তাদের নিজের অস্তিত্তই বিলীন | নিজের অস্তিত্বের ভেতরে যার আল্লাহ নেই - সে নিজে প্রকৃতির যেকোনো জীব/জন্তু থেকে কোনো ভাবেই পৃথক না| মোদ্দা কথা ওরা মানুষ না 

২. তাই 'কাগুজি আল্লাহ', কাগজে 'নিবন্ধিত আল্লাহ' কে তারা 'আল্লাহ' মানে এবং তা আছে কিনা, সেটা টেলিস্কোপ দিয়ে খুঁজে বেড়ায় - এ ছাড়া তাদের আর অন্য কোনো 'ধান্দা' নেই | ঘুম থেকে উঠে তারা আল্লাহকে অন্তর থেকে স্মরণ করেনা, তারা সচক্ষে দেখতে চায় আল্লাহ কথায় আছে বা নেই - দেখতে চায় সংবিধানে আল্লাহ ঠিক মতো বহাল তাবিয়াতে আছেন তো? 

"এই দিল কোরানটি না বুঝিয়া আয়াত কোরান পরে কোনো লাভ হবেনা"  ফকির লালন শাহ 

৩. 'নিরাকার আল্লাহকে' তারা মসজিদের ভেতরে 'আকার' দেয়.....'আল্লাহু' লেখে, গলায় সেই একই 'আল্লাহু' তারা স্বর্ণ অলংকার বানিয়ে 'মুসলমান' সাজে | শেরেক যদি কেউ করে থাকে এই জামাত/হেফাজত পন্থী নব্য 'মুসলমানগণ' রা তা করে | তবে আমরা যারা নিজেরদের 'পবিত্র ধর্ম নিরপেক্ষ' বলে মনে করি বা 'sacred sanctified secularism' এ বিশ্বাস করি - আমরা কি আসলেই পাপ/গুনাহ মুক্ত? 

৪. বাংলাদেশের মূল ইসলাম, অর্থাত খেটে খাওয়া মানুষের 'মুহাম্মাদী ইসলাম' থেকে এই রাজনৈতিক ধান্দাবাজি ইসলামের যে কতটা পার্থক্য তা এর আগে এতো পরিষ্কার আর কখনই হয়নি| মূল কথা হচ্ছে যেটা আমরা 'মূলধারার ইসলাম' (mainstream Islam) বলছি তা কেবল জামাত/হেফাজতরা একাই পালন করছে আর আমরা করছি না - এটা একটা দাহা মিথ্যা কথা| 

৫. যে ইসলাম আমরা প্রাকটিস করছি যা টিভি, রেডিও, পত্রিকা সহ ফেসবুকে বহুল প্রচার পাচ্ছে,যা আওয়ামী লিগ, বিএনপি সহ সবকটা রাজনৈতিক দলেরে 'ইসলাম' এসব একই ওয়াহাবী/শরিয়াতি 'এসলাম' এর ধারাবাহিকতার 'এসলাম' | রাসুলাল্লাহর মৃত্যুর ৩০ বছরের পর এই 'রাজকীয় এসলাম' এর জন্ম এবং তা কেবলি ধর্নাধ্য, মানুষের 'এসলাম'| রাসুলাল্লাহর বংশধর্দের জবাই করার সময় যাদের বুক একটুও কাপেনি - তাদেরই এই 'এসলাম' | এই ভয়াবহ সত্য কথাটি আমরা বেমালুম ভুলে গিয়েছি |

৬. জামাতের নিবন্ধন বাতিল করেন, জামাত/হেফাজতকে নিষিদ্ধ করেন - তা খুবই ভালো কথা | তবে ইসলাম যে ১৫০০ বছরে ৭২টা 'ফির্কা' তে ভাগ হয়ে গেছে, খন্ড বিখন্ড হয়ে গেছে - আমরা আসলেই কোন ইসলাম, কোন আল্লাহকে মানি, কাকে উপাসনা/ইবাদত করি সেটাও ভেবে দেখার সময় চলে এসেছে| জামাত/হেফাজাত কে নিষিদ্ধ করবেন কিন্তু তাদের 'এসলাম' কে আমরা নিজের ধান্দা ফিকিরের জন্য ব্যবহার করবো - এই গোমরাহী আল্লাহ যে মেনে নেবেন, আমার তা খুবই সন্দেহ | 

৬. শেষ কথা : 'আল্লাহ তে পূর্ণ ইমান' ১৯৭১ এ পাকিস্তানের সংবিধানেও ছিলো, কিন্তু তাতে কি মুসলমান সহ অন্য ধর্মবিলোম্বিদের মুসলমান দ্বারা নিধন থেমে ছিলো? ধর্ষণ থেমে ছিলো ? একইভাবে বাংলাদেশের সংবিধানে 'আল্লাহতে পূর্ণ ইমান' লেখা থাকলেই যে আমরা সবাই ১০০ ভাগ হালাল মুসলমান হয়ে যাবো, 'আল্লাহর' নামে, 'এসলাম' এর নাম খুন ধর্ষণ আর হবেনা - এই গ্যারান্টি কে দেবে? 

0 Comments:

Post a Comment

<< Home