Friday, September 05, 2014

'জিহাদ বাংলাদেশ' এবং 'ইজতিহাদ' সম্পর্কে

আমার মনে হয় এই মুহর্তে আমাদের সব চাইতে জরুরি ভিত্তেতে যেটা দরকার তা হলো এই সকল ওয়াহাবী/সালাফি/শরীয়তি ইসলাম পসন্দ আলেম উলেমা মল্লাহ্দের সাথে একটা প্রকাশ্য সম্ভব হলে টেলিভিশন এর মাধ্যমে 'বাহাস' বা 'ইজিতিহাদ' তথা যুক্তিতর্কে বসা | অনেক যুগ অনেক কাল পেড়িয়ে গেছে উনাদের এক তরফা ভুয়া ইসলাম এর মন্ত্র গিলতে গিলতে | অনেক বাজে কথা ওয়াজ মহফিলে, মসজিদে বলা হয় যা সব এক তরফা 'বয়ান' যেন সয়ং আল্লাহ নিজেই কথা বলছেন | কোনো রকম পাল্টা প্রশ্ন করা, আলেমদের কে নাকি 'বেইজ্জতি' করা| সেটা 'হারাম' উনাদের ভাষ্য মতে | এমনকি রাসুলাল্লাহ কে নিয়ে এদের মিথ্যা অধিকংশ হাদিস আমরা মেনে নিয়েছি সত্য বলে | আজকের দন্ড 'প্রকৃত ইসলাম' ও 'পোশাক ধারী মোসলমানের' দন্ড | যতই চেষ্টা করেন কোনো লাভ নেই কারণ আদতে আমরা ধর্ম সংক্রান্ত কোনো আলাপ 'স্পর্শকাতর' এর সিল দিয়ে বাক্সবন্দী করে রেখেছি স্বাধীনতার পর থেকে | 'প্রগতিশীল' আওয়ামী লিগ বলেন, 'মৌলবাদী' বিএনপি বলেন, জামাত বলেন আর হেফাজাত, আল কাইদা বা আইসিস বলেন - সবাই তো ওই একই ওয়াহাবী/সালাফি/শরীয়তি ইসলামের ধারক বাহক এবং প্রতিপালক! কি ভাবে ওদের সাথে লড়বেন যখন প্রকৃত ইসলাম, খেটে খাওয়া মেহনতি মানুষের, দরিদ্র মানুষের মোহাম্মদী ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান বা ধারণা নেই আপনাদের?

0 Comments:

Post a Comment

<< Home